
নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'যতোই ষড়যন্ত্র করুক না কেন, দেশের অগ্রগতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।' গত বুধবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল। নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক, বিদেশি বিনিয়োগ ও রিজার্ভ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
বাণিজ্যমুন্ত্রী বলেন, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীরা হামলা চালায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। কোনো সন্ত্রাস দেশের উন্নয়নের ক্ষতি করতে পারবে না।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্ব ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক নিজাম উদ্দিন আহমেদ, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম ও ভোলা প্রেসক্লাব সম্পাদক সামস উল আলম মিঠু প্রমুখ।