News71.com
 Bangladesh
 05 Jul 16, 11:57 PM
 383           
 0
 05 Jul 16, 11:57 PM

সারাদেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহ্বান মেননের

সারাদেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহ্বান মেননের

 

নিউজ ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জঙ্গিবাদী মৌলবাদী সাম্প্রদায়িক তৎপরতার বিরুদ্ধে সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহ্বান করেছেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির এক যৌথ সভায় তিনি এইই আহ্বান করেন। আগামী ১১ জুলাই কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

যৌথ সভায় অন্যান্যর মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান ও সুশান্ত দাস, পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন, সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অর্ণব দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাশেদ খান মেনন বলেন, ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস বিরোধী সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে এই কমিটি করতে হবে। রাজনৈতিক সামাজিক ও আদর্শিক ভাবে এই সন্ত্রাস বিরোধী সংগ্রাম গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, 'আজকে যারা বলছে, গণতন্ত্রের অনুপস্থিতির কারণে এই জঙ্গিবাদীদের উত্থান ঘটছে, তারা ইতিহাস ও বিশ্ব পরিস্থিতিকেই অস্বীকার করছে। সামরিক শাসন ও বিএনপি জামায়াত জোট শাসনের মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্যে দিয়ে জঙ্গিবাদের যে উত্থান ঘটে তারই পরিণতি এই সাম্প্রতিক তৎপরতা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মত গণতান্ত্রিক দেশেও সন্ত্রাসবাদী এমন হামলার ঘটনা ঘটছে। তাহলে এটির ব্যাখ্যা তারা কি দিবেন?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন