
নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইটালি ও ভারতের নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে দেশগুলোর সরকারপ্রধানকে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিঠিতে খালেদা জিয়া গুলশানে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় বিদেশি নিহত হওয়ার ঘটনায় চার দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধানকে সমবেদনা জানিয়েছেন।
আজ দুপুরে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি ও ভারতের রাষ্ট্রদূত ও হাইকমিশনের কাছে খালেদা জিয়ার চিঠি পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও জানান, শুক্রবারের (০১ জুলাই) ঘটনার পর কয়েকটি বিদেশি রাষ্ট্র সহযোগিতার আহ্বান জানালে খালেদা জিয়া তাদের প্রশংসা করেন। আগামী দিনেও বাংলাদেশে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্টুরেন্টে একদল সন্ত্রাসী বেশ কয়েকজন দেশি-বিদেশিকে জিম্মি করে। খবর পেয়ে ওই রেস্তোরাঁয় গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
পরের দিন শনিবার (০২ জুলাই) সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। এ সময় ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ১৩ জন জিম্মিকে। অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হলেও একজনকে জীবিত অবস্থায় আটক করে নিরাপত্তা বাহিনী।