News71.com
 Bangladesh
 05 Jul 16, 11:36 PM
 367           
 0
 05 Jul 16, 11:36 PM

নিহত বিদেশি নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওবামাসহ চার রাষ্ট্রপ্রধানকে খালেদার চিঠি।।

নিহত বিদেশি নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওবামাসহ চার রাষ্ট্রপ্রধানকে খালেদার চিঠি।।

নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইটালি ও ভারতের নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে দেশগুলোর সরকারপ্রধানকে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিঠিতে খালেদা জিয়া গুলশানে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় বিদেশি নিহত হওয়ার ঘটনায় চার দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধানকে সমবেদনা জানিয়েছেন।

আজ দুপুরে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি ও ভারতের রাষ্ট্রদূত ও হাইকমিশনের কাছে খালেদা জিয়ার চিঠি পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও জানান, শুক্রবারের (০১ জুলাই) ঘটনার পর কয়েকটি বিদেশি রাষ্ট্র সহযোগিতার আহ্বান জানালে খালেদা জিয়া তাদের প্রশংসা করেন। আগামী দিনেও বাংলাদেশে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্টুরেন্টে একদল সন্ত্রাসী বেশ কয়েকজন দেশি-বিদেশিকে জিম্মি করে। খবর পেয়ে ওই রেস্তোরাঁয় গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

পরের দিন শনিবার (০২ জুলাই) সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। এ সময় ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ১৩ জন জিম্মিকে। অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হলেও একজনকে জীবিত অবস্থায় আটক করে নিরাপত্তা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন