
নিউজ ডেস্ক: ঝিনাইদহে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে আতিকুর রহমান (৪৫) নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে এই ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ও ৩নং কেশবপুর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় লোকজন বলেন, সন্ধ্যায় আতিকুর রহমান বিষয়খালী বাজারে দাঁড়িয়ে ছিলেন। তখন এই সময় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পরপর ৩টি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে আতিকুর রহমান আহত হন। আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।