News71.com
 Bangladesh
 05 Jul 16, 09:38 PM
 410           
 0
 05 Jul 16, 09:38 PM

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ১ শাওয়াল পবিত্র ঈদুল ফিতরের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তাঁর সরকারি বাসভবন গণভবনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে এ অনুষ্ঠান শুরু হবে।


আজ মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ঈদের দিন সকাল সাড়ে ৯টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশা এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তাছাড়াও তিনি বেলা ১১টা থেকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন