News71.com
 Bangladesh
 05 Jul 16, 09:37 PM
 365           
 0
 05 Jul 16, 09:37 PM

নিরাপত্তা ঝুঁকি এড়াতে ঈদগাহে জায়নামাজ ছাড়া কিছুই নেয়া যাবে না'

নিরাপত্তা ঝুঁকি এড়াতে ঈদগাহে জায়নামাজ ছাড়া কিছুই নেয়া যাবে না'

নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, 'জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামায়াতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবারে নানা বিবেচনায় ঈদগাহ ময়দান ঘিরে ৬ স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে।' আজ মঙ্গলবার সকালে জাতীয় ঈদগা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে তিনি এই সব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের নামাজে অংশগ্রহণে ইচ্ছুক মুসল্লিরা জায়নামাজ ছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারবেন না। ব্যাগ জাতীয় কিছু সঙ্গে থাকলে তা বাইরে রেখে মুসল্লিদের ঈদগা ময়দানে প্রবেশ করতে হবে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের অবশ্যই মৎস্যভবন, জিরোপয়েন্ট ও দোয়েল চত্বরে পার্কিং করে ঈদগায়ে প্রবেশ করতে হবে।

গুলশানে হামলার ঘটনায় তিনি বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরো কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন