
নিউজ ডেস্ক: বরিশাল সদরে মোটরসাইকেল খাদে পড়ে মো. সজিব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাহেবেরহাট স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব সদর উপজেলার চর করমজীর হাবিবুর রহমানের ছেলে।
বন্দর থানার ওসি মাহবুব আলম বলেন, ভাড়ার মোটরসাইকেল চালক সজিব লাহারহাট ফেরিঘাট থেকে সাহেবেরহাট বন্দরের দিকে যাচ্ছিলেন। রাস্তায় এক পথচারীকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।