
নিউজ ডেস্ক: সদরঘাটের একটি প্লাটফর্মের রেলিং ভেঙে ভাইবোন নদীতে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা থেকে সুমাইয়া নামের ৩ বছর বয়সী মেয়েটির লাশ উদ্ধার করেন তারা। তার ভাই সাকিব (০৬) এখনও নিখোঁজ বলে এই পুলিশ জানায়। এই দুই শিশুর বাবার নাম সুমন, তাদের বাড়ি শরিয়তপুরে।
ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য আজ সকালে মিরপুর থেকে সদরঘাটে আসেন ওই পরিবার।
প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীদের চাপে ৯ নম্বর পন্টুনের রেলিং ভেঙে কয়েকজন যাত্রীসহ ওই দুই শিশু বুড়িগঙ্গায় পড়ে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।