News71.com
 Bangladesh
 05 Jul 16, 09:25 PM
 414           
 0
 05 Jul 16, 09:25 PM

নিরাপত্তা ঝুঁকি এড়াতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

নিরাপত্তা ঝুঁকি এড়াতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিমানবন্দরের অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবেই দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা ও নিরাপত্তা বৃদ্ধির এই বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের মুখপাত্র তানজিনা আক্তার। বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার কনকর সেলে যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

বিমানবন্দর সূত্র বলে, গুলশানে রেস্তোরাঁয় হামলার পরপরই শাহজালালের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। গুলশানে হামলার আগে বিমানবন্দরের ভেতর ৩০০ পুলিশ সদস্য নিরাপত্তা দিলেও বর্তমানে এই সংখ্যা ৪০০। নিরাপত্তার কাজে বাড়তি যোগ হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা। ঈদ উপলক্ষে বিমানবন্দরের কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন