
নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনায় ইয়াহিয়া রায়হান (৩৬) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের চান্দিনা মেডিকেল সেন্টার হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। ইয়াহিয়া রায়হান দেবিদ্বার উপজেলা নবিয়াবাদ গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চান্দিনা পৌরসভার রূপনগর এলাকার বাসিন্দা এবং চান্দিনা উপজেলা জামায়াতের সূরা সদস্য।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, তার বিরুদ্ধে চান্দিনা থানায় নাশকতাসহ ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।