
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সুলেমানপুর এলাকা থেকে ৫১ হাজার জাল টাকা উদ্ধার করেছে র্যাব। জাল টাকা ব্যবসায়ী নাছির উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
গত সোমবার বিকেলে তাকে আটকের পর সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নাছির উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর দক্ষিণ পাড়ার মৃত দেলোয়ার আলীর ছেলে।
র্যাব বলেন, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুলেমানপুরে অভিযান পরিচালনা করে। এ সময় সুলেমানপুর গ্রামের নৈগাংগামী রাস্তা থেকে ৫১ হাজার টাকার জালনোটসহ মো.নাছির উদ্দিনকে আটক করা হয়।