News71.com
 Bangladesh
 05 Jul 16, 07:45 PM
 374           
 0
 05 Jul 16, 07:45 PM

নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।। পররাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।। পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী কূটনীতিকদের আশ্বস্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করবে। 


আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং করার সময় পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের বলেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় খুঁজে বের করবে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দেশি–বিদেশি নাগরিকদের জিম্মি করে হত্যার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য দেশ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে উল্লেখ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন