
নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার সকাল ১০টায় কাঠালিয়ায় গাঁজাসহ মো. রিপন (২৪) নামে এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালত এ রায় দেন।
আজ সকাল ৯:৪৫ মিনিটের দিকে উপজেলার বাশঁবুনিয়া সোমবাড়ী সংলগ্ন কাঠালিয়া-আমুয়া সড়কে অভিযানকালে রিপনের দেহ তল্লাশি করে ১ পোটলা গাঁজা পাওয়া যায়। সাজাপ্রাপ্ত মো. রিপন উপজেলার আমুয়া পূর্বপাড় গ্রামের মো. ইউনুচ হাওলাদারের ছেলে।
এই ঘটনায় এসআই মো. সালাম জানান রিপন এর আগেও ফেব্রুয়ারি মাসে গাঁজা সেবন ও বহনের দায়ে দুই মাস কারা ভোগ করেছেন।