News71.com
 Bangladesh
 05 Jul 16, 06:46 PM
 389           
 0
 05 Jul 16, 06:46 PM

তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে জঙ্গিবাহিনী।।স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে জঙ্গিবাহিনী।।স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ জঙ্গি সংগঠনগুলো নিজেদের স্বার্থে শিক্ষিত তরুণদের কোমলমতি তরুণ ও যুবকদের ব্যবহার করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ধর্মের দোহাই দিয়ে সন্তানদের যাতে কোনো অপশক্তি বিপথগামী করে অকাল মৃত্যুর মুখে ঠেলে দিতে না পারে সেজন্য সকল অভিভাবক ও দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের জনগণকে এক হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

আজ বিকেল সোয়া ৫টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু জঙ্গি সংগঠন তাদের হীন স্বার্থ কায়েমের জন্য শিক্ষিত কোমলমতি তরুণ ও যুবকদের ধর্মের নামে বিপথগামী করছে এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শান্তির ধর্ম ইসলাম কখনও নিরীহ মানুষ খুন করাকে সমর্থন করে না।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, আইজিপি এ কে এম শহীদুল হক, ৠাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন