News71.com
 Bangladesh
 05 Jul 16, 03:15 PM
 405           
 0
 05 Jul 16, 03:15 PM

ভোলা জেলার মনপুরায় ৩০ সহস্রাধিক মানুষ পানিবন্দী

ভোলা জেলার মনপুরায় ৩০ সহস্রাধিক মানুষ পানিবন্দী

 

নিউজ ডেস্ক: ভোলার মনপুরা উপজেলার মূল ভূখণ্ডের ১নং মনপুরা ইউনিয়নে জোয়ারের পানিতে বেড়ীবাঁধ ভেঙ্গে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া মেঘনায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত ৫ টি গ্রামসহ চরাঞ্চল ও বেড়ীবাঁধের বাহিরের প্রায় ৩০ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। যার ফলে, প্রায় পাঁচ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এসব মানুষ মানবেতর জীবন যাপন করছেন।

মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারে চৌমহনী বাজার সংলগ্ন পশ্চিম পাশের ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে ১নং মনপুরা ইউনিয়নের কুলাগাজী তালুক, কাউয়ারটেক চৌমহনী গ্রাম, রামনেওয়াজ বাজার, লঞ্চঘাট ও ইউনিয়ন পরিষদ এলাকা এবং বেড়ীবাধেঁর বাহিরে হাজির হাট ইউনিয়নের সোনারচর, চরজ্ঞান ও দাসের হাট, চরমরিয়ম গ্রাম তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, ‘ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করছে এ খবর পেয়েছি। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি আমি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন