News71.com
 Bangladesh
 05 Jul 16, 02:21 PM
 415           
 0
 05 Jul 16, 02:21 PM

ঈদ ও রথযাত্রার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল

ঈদ ও রথযাত্রার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল

 

নিউজ ডেস্ক: ঈদের জামাত ও রথযাত্রার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য জেলা ও উপজেলায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের নির্দেশ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ–সংক্রান্ত নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ কথা জানা গেছে।

গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর মুসলমানদের ঈদ ও হিন্দুদের রথরাত্র উৎসব নির্বিঘ্ন করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্র বলেছে। স্বেচ্ছাসেবক দল পুলিশ ও সংশ্লিস্ট বাহিনীর চাহিদা অনুযায়ী সহায়তা করবে। গত শুক্রবার গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় ১৭ জন বিদেশি ও ৩ জন বাংলাদেশি নিহত হন। এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

আজ চাঁদ দেখা গেলে কাল বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর রথযাত্রাও ওই একই দিনে অনুষ্ঠিত হবে। এজন্য সরকার এই সেচ্ছাসেবক দল গঠন করেছে যাতে ঈদ ও রথযাত্রা অনুষ্ঠানে কোন অঘটন না করতে পারে জঙ্গিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন