News71.com
 Bangladesh
 05 Jul 16, 02:17 PM
 375           
 0
 05 Jul 16, 02:17 PM

গাজীপুরে বজ্রপাতে একই পরিবারের ছয়জন দগ্ধ

গাজীপুরে বজ্রপাতে একই পরিবারের ছয়জন দগ্ধ

 

নিউজ ডেস্ক: গাজীপুরে বজ্রপাতে একই পরিবারের ছয়জন দ্বগ্ধ হয়েছেন। আজ ভোরে সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- দিনাজপুরের দবির উদ্দিন (৫০) ও স্ত্রী মেরিনা (৪৫), ছেলে সেলিম মিয়া (৩২), সেলিমের স্ত্রী সাবিনা (২৭) ও মেয়ে সুমাইয়া (৫) ও জামিয়া (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ বলেন, আহতরা সারদাগঞ্জ এলাকার জহিরের বাড়িতে ভাড়া থাকেন। আজ ভোরে বিকট শব্দে বজ্রপাতের পর ওই ছয়জন দগ্ধ হন। তারপরে এলাকাবাসী তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন