
নিউজ ডেস্ক: "সহযোগিতা-ঐক্য-ভ্রাতৃত্ব" এই স্লোগানকে ধারণ করে এগিয়ে চলেছে University Students Association of Dhamrai (USAD)। গতকাল সোমবার USAD এর পক্ষ থেকে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ মালেক,মাননীয় জাতীয় সংসদ সদস্য (ঢাকা-২০)। এছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশীষ কুমার মজুমদার। এছাড়াও সামাজিক, রাজনৈতিক,সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যাল,মেডিকেল কলেজ , বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত USAD ধামরাইয়ের কল্যাণে বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন USAD-JU সভাপতি আহসান উল্লাহ শরীফ এবং USAD-JU সাধারণ সম্পাদক দিদার আহমেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন USAD এর অন্যতম উদ্যোক্তা আবির হাসান খান পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, USAD এর প্রধান উদ্যোক্তা সনজিৎ সরকার উজ্জ্বল। সনজিৎ সরকার তাঁর বক্তব্যে বলেন,এ অনুষ্ঠান আমাদের প্রথম আয়োজন। তিনি USAD এর সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং সব সময় জন্মভূমি ধামরাইয়ের পাশে থাকার অনুরোধ করেন। তিনি বিশেষ ভাবে ধামরাই (ঢাকা-২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সনজিৎ সরকারর USAD এর পাশে থাকার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানান ধামরাই পৌরপিতা, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আশীষ কুমার মজুমদার, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের অন্যতম নেতা সোলায়মান খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, এ.কে রনি , ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো. সিরাজুল ইসলাম পিয়াস সহ সকল সদস্যকে। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।