
নিউজ ডেস্ক: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় হত্যাকাণ্ডে অংশ নেয়া রাশেদ ও নবী ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তখন এই সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীহাট এলাকায় এ ঘ্টনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার এই তথ্য জানান।
গত ৫ জুন রবিবার সকাল পৌনে ৭ টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের কাছে ও আর নিজাম রোডে মোটরসাইকেলআরোহী হামলাকারীরা মাহমুদার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।