
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত সাংবাদিকের স্ত্রী, ছেলে, মেয়ে ও চালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইস্রাফিল সিকদার (৪৮) দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি।
আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে প্রাইভেটকারে করে তারা বেড়াতে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা খুলনার দীঘলিয়া উপজেলার গাজীরহাট মহেশদিয়া গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ বলেন, তিনি জাসদ যুব জোটের ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন।
কাশিয়ানী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।