News71.com
 Bangladesh
 05 Jul 16, 11:37 AM
 367           
 0
 05 Jul 16, 11:37 AM

রাজধানীতে রিকশায় বাসের ধাক্কায় ২ নারী নিহত।।

রাজধানীতে রিকশায় বাসের ধাক্কায় ২ নারী নিহত।।

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশার দুই নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান। নিহতরা হলেন হাসি বেগম (৩৫) ও জেসমিন আক্তার (২১)।

ওসি আনিসুর রহমান বলেন, একটি বাস ওই রিকশাকে ধাক্কা দিলে আরোহী দুই নারী গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক আছে কিনা বা তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন