
নিউজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছায় হাসান আলী নামে আওয়ামিলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোররাতে উপজেলার গদখালি মঠবাড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে ।
আওয়ামিলীগ কর্মী হাসান আলী উপজেলার গদখালি মঠবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি রবিউল হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। নিহতের স্বজনরা জানান, ভোরে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে হাসানকে ডেকে তোলে। পরে সেখানেই তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ জানান, স্থানীয় বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।