News71.com
 Bangladesh
 05 Jul 16, 11:20 AM
 390           
 0
 05 Jul 16, 11:20 AM

ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ।। নিহত ৫ আহত ১৭ ঘরমুখি মানুষ

ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ।। নিহত ৫ আহত ১৭ ঘরমুখি মানুষ

 

নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। তার মধ্যে আহত হয়েছেন আরো ১৭ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী অফিসার আব্দুর রহমান বলেন, ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তারপরে তারা হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ৫ জনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, যাত্রীবাহী পিক আপটিকে পিছন থেকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বাস আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের পরিচয় জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন