News71.com
 Bangladesh
 05 Jul 16, 03:59 AM
 384           
 0
 05 Jul 16, 03:59 AM

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি।। রংপুরে যুবক গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি।। রংপুরে যুবক গ্রেফতার

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ কটূক্তি করার অভিযোগে রংপুরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী (১৯)।

গতকাল তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জোনায়াদের বাড়ি রংপুর নগরীর মাহিগঞ্জ শেঠিয়ার মোড় এলাকায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, জোনায়েদ তার ফেসবুক আইডির স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ তাকে ও জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে বেশ কিছু আপত্তিকর ও অশালীন মন্তব্য করে। বিষয়টি স্থানীয় লোকজন ফেসবুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাফিজার রহমান বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম আরও জানান, জোনায়েদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশের একজন কর্মকর্তা জানান, জোনায়েদ জঙ্গি সংগঠনের সঙ্গে সংপৃক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন