News71.com
 Bangladesh
 04 Jul 16, 11:41 PM
 388           
 0
 04 Jul 16, 11:41 PM

বাজারে চিনির দামের উর্ধগতি তাই নাটোরের লালপুরে চিনির জন্য দীর্ঘ লাইন

বাজারে চিনির দামের উর্ধগতি তাই নাটোরের লালপুরে চিনির জন্য দীর্ঘ লাইন

নিউজ ডেস্কঃ সামনে ঈদুল ফিতর। আর ঈদে প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে অন্যতম হলো চিনি। কিন্তু সে চিনির বাজার এখন খুবই উত্তপ্ত। চিনির বাজারের ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছে জনগণ।

তাইতো সরকার নির্ধারিত দামে চিনি কিনতে আজ দুপুরে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে নর্থ বেঙ্গল সুগার মিলের চিনির ট্রাকের পেছনে দীর্ঘ লাইন ধরে চিনি কিনতে ভিড় জমায় সাধারণ মানুষ। এসময় চিনি কেনা নিয়ে হুড়োহুড়ি চোখে পড়ে।

গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এসএম আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, বাজারে চিনির দাম সরকার নির্ধারিত দামের চেয়ে ১৪ থেকে ১৮ টাকা পর্যন্ত বেশি। তাই বাজার স্থিতিশীল রাখতে এবং রোজা ও ঈদ উপলক্ষে এক মাস ধরে তারা নিজস্ব ট্রাকে করে জনসাধারণের জন্য প্যাকেট চিনি বিক্রি করছেন।

তিনি আরো জানান, দাম কম হওয়ায় বাজারে মিলের চিনির কদর বেশি। বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ৬৬-৬৮ টাকা। আর মিলের আখের চিনি প্রতি কেজির প্যাকেট বিক্রি হচ্ছে মাত্র ৫২ টাকায়।

ঢাকায় খোলা বাজারে বিক্রির জন্য ১৫০ টন চিনি পাঠানো হয়েছে। আর স্থানীয়ভাবে গত এক মাসে প্রায় ২০ টন চিনি বিক্রি হয়েছে। লালপুর ও গোপালপুর বাজারে প্রতিদিন অন্তত দুই টন করে চিনির চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

চিনি কিনতে আসা শফিকুল ইসলাম, সানোয়ার হোসেন ও মনিরা বেগম সাংবাদিকদের জানান, একাধিক গাড়িতে সারা বছর এভাবে চিনি বিক্রি করলে চিনির বাজার নিয়ন্ত্রণে থাকবে। এতে একদিকে, সাধারণ মানুষ বাঁচবে, অন্যদিকে, সারাবছর চিনি বিক্রি হলে মিলও লাভবান হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন