
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আজ সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংসদ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার বা বৃহস্পতিবার সারা দেশে ঈদ উদযাপিত হবে।