
নিউজ ডেস্ক: আগামী বুধবার নানা আয়োজনে পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এরপর নয় দিন ধরে উল্টো রথ পর্যন্ত সাতক্ষীরা কালী মন্দির (মায়ের বাড়ি) ও কাটিয়া মায়ের মন্দিরে চলবে বিশেষ আয়োজন।
এ ব্যাপারে সাতক্ষীরা মায়ের বাড়ি রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক নিত্যানন্দ আমিন ও সদস্য সচিক প্রাণনাথ দাস বলেন, রথযাত্রা উপলক্ষে বুধবার ভোর ৫টায় মঙ্গল আরতি, সকাল ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ, ১০টায় ভজন কীর্তন, ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলোচনা সভা। আর এর মাঝখানে দুপুর ১২টায় ভোগারতি হবে। বিকেল ৪টায় রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহম্মেদ। আর বিকেল ৫টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে এসে শেষ হবে।
প্রাণনাথ দাস আরো বলেন, ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন মঙ্গলারতি, শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগারতি ও কীর্তন অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই উল্টো রথ উপলক্ষে ভোর ৫টায় মঙ্গলারতি, সকাল ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ, ১০টায় ভজন কীর্তন, ১২টায় ভোগারতি কীর্তন পরিবেশিত হবে। বিকেল ৪টায় রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ মোস্তাক আহম্মেদ রবি। আলোচনাসভা শেষে উল্টো রথের র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে এসে শেষ হবে।
জয়মহাপ্রভু সেবক সংঘের পরিচালনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করবে জেলা মন্দির সমিতি।