News71.com
 Bangladesh
 04 Jul 16, 11:10 PM
 397           
 0
 04 Jul 16, 11:10 PM

আবারও দূর্ঘটনাস্খল গুলশান ।। ভয়াবহ এসি বিস্ফোরণে দগ্ধ ১১

আবারও দূর্ঘটনাস্খল গুলশান ।। ভয়াবহ এসি বিস্ফোরণে দগ্ধ ১১

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের নর্দা এলাকায় একটি সেলুনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই সেলুনের কর্মীসহ কমপক্ষে ১১জন দগ্ধ হয়েছেন।

আজ বিকেল সাড়ে ৫ টার দিকে গুলশান কালাচাঁদপুরের ‘দ্য মুড’ সেলুনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সেলিম (২২), মো. শাকিল (২০), মো, রবেল (২০), মো. তুষার (২২), দেলোয়ার (২১), সাদ্দাম (২৫), খন্দকার জান্নাতুল ফেরদৌস (৩৫), মেহেদী মাহমুদ রতন (৩৫), তার দুই ছেলে রাকিন (১০) ও রফিন (১২)।

এর মধ্যে রুবেল ওই সেলুনের কর্মী, বাকিরা কাস্টমার। দগ্ধ আরেকজনের নাম পাওয়া যায়নি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কালাচাঁদপুর এলাকার ওই সেলুনে এসি বিস্ফোরণে ১০জন আহত হন। তাদের উদ্ধার করে ইউনাডেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে জানিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন