News71.com
 Bangladesh
 04 Jul 16, 11:06 PM
 404           
 0
 04 Jul 16, 11:06 PM

বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধ ভেঙে তলিয়েছে ৩শত’ ঘরবাড়ি।।

বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধ ভেঙে তলিয়েছে ৩শত’ ঘরবাড়ি।।

 

নিউজ ডেস্কঃ লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেশি হওয়ায় বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর জিনতলা বেড়িবাঁধের ১শ’ মিটার এলাকা ভেঙে অন্তত ৩শ’ ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ওইসব বাড়িঘরের মানুষ। ঝুঁকিতে রয়েছে আরো অন্তত ২শ’ কিলোমিটার বাঁধ।

সরেজমিন পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা এলাকায় দেখা যায়, অমাবস্যার জোয়ারের কারণে বিষখালী নদী ঘেঁষা জিনতলা বেড়িবাঁধের প্রায় ১শ’ মিটার বাঁধ ভেঙে ৩শ’ ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে।

পানিবন্দি আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, মোরা জন্মাইছি এই কপাল লইয়্যা। প্রত্যেক বছর বছর ভাঙতেই থাহে। বাপ দাদার জমি সব নদীতে ভাসাইয়া নিয়া গ্যাছে। এহন আছে এই ঘরখানি তাও পানিতে ডুইব্যা গ্যাছে।

আব্দুল বারেক মিয়া বলেন, ঘর পানিতে ডুইব্যা গ্যাছে, এহন ওয়াপদার উপরে আছি। জানি না মোগো কপালে কি অইবে।

পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস ছাত্তার খান সাংবাদিকদের বলেন, বাঁধ ভেঙে এ পর্যন্ত ৩শ’ ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। আগামীকালের জোয়ার হলে অন্তত ১২শ’ ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা কি ব্যবস্থা নিবে এটা তারাই জানেন।

তিনি আরও জানান, দ্রুত বাঁধ মেরামত আর পানি সরে না গেলে চাষাবাদ ব্যাহত হবে, ফলে ক্ষতিগ্রস্ত হবে এলাকার কৃষক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন