
নিউজ ডেস্ক: রাজধানীর শনিরআখড়া ব্রীজ সংলগ্ন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জহির ওরফে রাব্বি।
ডিএমপি থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে খুন, ডাকাতি, চাঁদাবাজী, অপহরণপূর্বক মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।