News71.com
 Bangladesh
 04 Jul 16, 02:44 PM
 470           
 0
 04 Jul 16, 02:44 PM

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর পর এবার টুইট বার্তায় যমুনা ফিউচার পার্কে হামলার হুমকি ।।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর পর এবার টুইট বার্তায় যমুনা ফিউচার পার্কে হামলার হুমকি ।।

নিউজ ডেস্কঃ রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর পর এবার টুইট বার্তার মাধ্যমে রাজধানীর কুড়িলে অবস্থিত বাংলাদেশের অন্যতম শপিংমল যমুনা ফিউচার পার্কে হামলার হুমকি দেওয়া হয়েছে। কামিল আহমেদ নামে এক ব্যবহারকারী এ টুইট করেছেন। প্রকাশিত টুইটে বলা হয় আক্রমণের পরবর্তী লক্ষ্য যমুনা ফিউচার পার্ক ।

পরে মন্তব্যের ঘরে ‘কেন বাংলাদেশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে’ এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে জানানো হয়, অমুসলিমদের হাত থেকে ইসলামকে রক্ষার স্বার্থেই এসব পরিকল্পনা এবং তারা শুধুমাত্র তাদের কর্তব্যটুকুই করছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই ব্যবহারকারীর অভিন্ন বার্তা সম্বলিত টুইটের ২টি স্ক্রিনশট পাওয়া যায়। খুঁজে পাওয়া স্ক্রিনশট ২টিতে সময়ের ভিন্নতা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন