
নিউজ ডেস্কঃ রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর পর এবার টুইট বার্তার মাধ্যমে রাজধানীর কুড়িলে অবস্থিত বাংলাদেশের অন্যতম শপিংমল যমুনা ফিউচার পার্কে হামলার হুমকি দেওয়া হয়েছে। কামিল আহমেদ নামে এক ব্যবহারকারী এ টুইট করেছেন। প্রকাশিত টুইটে বলা হয় আক্রমণের পরবর্তী লক্ষ্য যমুনা ফিউচার পার্ক ।
পরে মন্তব্যের ঘরে ‘কেন বাংলাদেশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে’ এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে জানানো হয়, অমুসলিমদের হাত থেকে ইসলামকে রক্ষার স্বার্থেই এসব পরিকল্পনা এবং তারা শুধুমাত্র তাদের কর্তব্যটুকুই করছে ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই ব্যবহারকারীর অভিন্ন বার্তা সম্বলিত টুইটের ২টি স্ক্রিনশট পাওয়া যায়। খুঁজে পাওয়া স্ক্রিনশট ২টিতে সময়ের ভিন্নতা রয়েছে ।