News71.com
 Bangladesh
 04 Jul 16, 01:51 PM
 418           
 0
 04 Jul 16, 01:51 PM

সাতক্ষীরায় ৩ ভাইকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ।।

সাতক্ষীরায় ৩ ভাইকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামে হাতে লেখা চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে ৩ ভাইকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা । জানা গেছে, আজ ভোরে ওই গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে মনিরুজ্জামান তুহিন ব্রহ্মরাজপুর বাজারের গাজী মার্কেটের দ্বিতীয় তলার বাসায় হাতে লিখা একটি চিরকুটে হত্যার হুমকি দেয়া হয়েছে। চিঠির সঙ্গে এক টুকরো কাফনের কাপড়ও জুড়ে দেয়া ছিল। চিঠির শেষাংশে তুহিন মিঠু ও বাবুর এই ৩জনের নামের উপর ক্রস চিহ্ন দেয়া রয়েছে ।

চিঠিতে লেখা, পৌছে দিবো শেষ ঠিকানায় সময় তোর শেষ, নাস্তিকের বাচ্চা, নাস্তিকের দল, পুলিশের দালালি করিস তোদের দিন শেষ তোদের মৃত্যু ঘোষণা করলাম। এ ঘটনায় মনিরুজ্জামান তুহিন বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছেন। উল্লেখ্য, তুহিন ২০০৪ সালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তুহিনের সেঝো ভাই রেজাউল করিম মিঠু সাতক্ষীরার স্থানীয় দৈনিক কালের চিত্র পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ।

এছাড়া গত ২২শে মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড থেকে আওয়ামিলীগ মনোনীত হয়ে সদস্য পদে নির্বাচন করে নির্বাচিত হন। তিনি বর্তমানে ব্রহ্মরাজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামিলীগের সাংগঠনিক পদের দায়িত্বে রয়েছেন। তুহিনের মেঝো ভাই আব্দুর রহিম বাবু ব্রহ্মরাজপুর বাজারের ১জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন