News71.com
 Bangladesh
 04 Jul 16, 11:59 AM
 391           
 0
 04 Jul 16, 11:59 AM

টাঙ্গাইলে ৮৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।।

টাঙ্গাইলে ৮৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইল পৌর এলাকার সুবর খান টাওয়ারে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮৮ জুয়াড়িকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান চালায় ময়মনসিংহের মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ পাঁচ লাখ ৭ হাজার ৬৬৪ টাকাও জব্দ করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সবুর খান টাওয়ারে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮৮ জুয়াড়িকে আটক করা হয়। এসময় জুয়াড়িদের বোর্ডে থাকা নগদ ৫ লাখ ৭ হাজার ৬৬৪ টাকা ও খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি জানান, আটককৃতদের মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। ঈদের পর তাদের ডেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন