
নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক তার নিউজরিডিং অ্যাপ 'পেপার' বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৯ জুলাই থেকে অ্যাপটি নিষ্ক্রিয় হয়ে যাবে বলে সংশ্লিষ্টদেরকে মেসেজের মাধ্যমে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অ্যাপটির মাধ্যমে ব্যবহারীদের কাছে রাজনীতি, প্রযুক্তি, খাবারসহ অন্যান্য বিষয়ে খবর সরবরাহ করা হতো। প্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট 'দ্য ভার্জ' তাদের এক প্রতিবেদনে একথা জানায়।
২০১৪ সালের জানুয়ারিতে 'পেপার' অ্যাপটি চালু করে ফেসবুক। তবে অ্যাপটি ফেসবুক ব্যবহারীদের কাছে তেমন একটা জনপ্রিয়তা পায়নি। গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ এনির তথ্যানুসারে, একই বছরের ডিসেম্বরের পর থেকে অ্যাপটি সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া দেড় হাজার অ্যাপের মধ্যে ছিল না।