
নিউজ ডেস্ক: অমাবস্যার প্রভাবে কচা ও সন্ধ্যা নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত দুদিনে পিরোজপুরের কাউখালী উপজেলার অন্তত ১৬ গ্রাম নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
প্লাবিত গ্রামের মধ্যে রয়েছে আমরাজুড়ি, আশোয়া, জব্দকাঠী, কুমিয়ান, সোনাকুর, রঘুনাথপুর, ধাবরী, মেঘপাল, বেকুটিয়া, সুবিদপুর, নিলতী, পাঙ্গাসিয়া, জোলাগাতী, শিয়ালকাঠী, চিরাপাড়া, বিড়ালজুরি, আসপদ্দি, জয়কুল, বৌলকান্দা ও বাশুরী।
জানা যায়, অমাবস্যার জোয়ার ও ভারি থেকে মাঝারি বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। বেকুটিয়া ফেরি ঘাট ও আমরাজুরি ঘাটের গ্যাংওয়ে তলিয়ে থাকায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে।