News71.com
 Bangladesh
 04 Jul 16, 12:34 AM
 391           
 0
 04 Jul 16, 12:34 AM

বৃষ্টি মাথায় নিয়েও গাবতলীতে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়।।

বৃষ্টি মাথায় নিয়েও গাবতলীতে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়।।

নিউজ ডেস্কঃ ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি অবিরাম বর্ষণ। রাত থেকে থেমে থেমে চলা বৃষ্টি ছিলো সারাদিন। তবু ভিড় গাবতলী বাস টার্মিনালে।

গতকাল সকাল থেকেই স্বাভাবিক সময়ের মতো যাত্রীরা গাবতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে রওয়ানা হচ্ছেন। ঈদ উপলক্ষে আসা বাসযাত্রীদের টার্মিনালে পোহাতে হয়নি তেমন ভোগান্তি। ভোগান্তি যা হয়েছে তা আষাঢ়ের বৃষ্টিতে।

স্ত্রী-সন্তান নিয়ে বৃষ্টিতে ভিজে টার্মিনালে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আব্দুর রাজ্জাক সুজন। তিনি সাংবাদিকদের বলেন, ঈদে পরিবার নিয়ে বাড়িতে যাবো বলে আগেই টিকিট করে রেখেছিলাম। কিন্তু টার্মিনালে আসতে গিয়ে বৃষ্টিতে ভিজে শেষ, বাচ্চাটার না আবার ঠান্ডা লেগে যায়।

এই পরিবারের মতো আরও অনেকেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে টার্মিনালে আসতে দেখা গেছে। তবে অন্য বছরের মতো ঈদ উপলক্ষে উপচেপড়া ভিড় ছিল না টার্মিনালে। রাস্তার উপরে দাঁড়িয়ে বাসে যাত্রী তোলার দৃশ্য দেখা যায়নি। যেসব যাত্রী টিকিট আগে নিয়ে রেখেছেন, তারা কোনো ঝামেলা ছাড়াই নির্দিষ্ট পরিবহনে চড়ে রওয়ানা হয়েছেন গন্তব্যের দিকে।

দেশের বৃহৎ এ বাস টার্মিনাল থেকে প্রায় সব অঞ্চলের বাস চলাচল করে। উত্তরাঞ্চলগামী খেটে খাওয়া মানুষেরাও এখান থেকেই সস্তায় যাতায়াত করছেন।

গাবতলী ব্রিজের কিছুটা আগে দাঁড়িয়ে থাকা রংপুর থেকে আসা রিকশাচালক মো. আলিম বলেন, ‘টিকিট নিয়ে যাতি হলি পাঁচ-ছয়শ ট্যাকা লাগে।‍‍’ টিকিট ছাড়া গেলে দুই-আড়াইশ' ট্যাকায় সই।

গোপালগঞ্জগামী বাস পলাশ পরিবহনের ম্যানেজার আব্দুল আজিজ বলেন, ঈদের লম্বা ছুটি, লোকজন ধীরে-সুস্থে বাড়িতে ফিরছে তাই অন্য বছরের মতো ভিড় নেই, ব্যবসাও নেই। তবে আগামীকাল সোমবার থেকে ভিড় কিছুটা বাড়তে পারে।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই রাজধানী ছেড়ে ঘরমুখো হচ্ছে নগরবাসী। ঈদ উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দে কাটাবে ঈদের ছুটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন