News71.com
 Bangladesh
 04 Jul 16, 12:30 AM
 393           
 0
 04 Jul 16, 12:30 AM

সাতক্ষীরায় পুরোহিত হত্যা চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পুরোহিত হত্যা চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে ।

গতকাল রাতে মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ সাধু বাদী হয়ে এ মামলাটি করেন। মামলা নাম্বার ৩। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে ৩জনকে গ্রেপ্তারও করা হয়েছে ।

তদন্তের স্বার্থে নাম প্রকাশে অনীহা প্রকাশ করে তিনি জানান, তদন্ত চলছে। অপরাধীদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। প্রসঙ্গত, গতকাল ভোররাত ৪টার দিকে ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা চালায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পুলিশ প্রশাসনের তত্ত্বাবধায়নে দুপুরে হেলিকপ্টারে করে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুরোহিত ভবসিন্দু বর আশঙ্কামুক্ত রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন