News71.com
 Bangladesh
 03 Jul 16, 11:49 PM
 372           
 0
 03 Jul 16, 11:49 PM

শিক্ষক নির্যাতনকারী চেয়ারম্যানের শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন

শিক্ষক নির্যাতনকারী চেয়ারম্যানের শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলায় প্রধান শিক্ষককে নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান মিহির মন্ডলের শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (০৩ জুলাই) দুপুরে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি দাকোপ উপজেলা শাখা, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কৈলাশগঞ্জ ইউনিয়নের বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার মন্ডল ২৫ জুন সকালে স্থানীয় বাজারে গেলে ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও বেদম মারধর করা হয়। মোটরসাইকেল ভাঙচুর ও নগদ অর্থ নেওয়া হয়।

বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মিহিরের বিরুদ্ধে থানায় চাঁদাবাজী, অস্ত্রধারী বনদস্যুদের সঙ্গে সম্পৃক্ততা, জমি ও ঘের দখল, গুমসহ অন্তত ৪০টি মামলা ও জিডি রয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন দাকোপ বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র রায়।

অ্যাডভোকেট বাবুল হাওলাদারের পরিচালনায় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, জাসদের খালিদ হোসেন, জন উদ্যোগের মহেন্দ্র নাথ সেন, ছায়াবৃক্ষের মাহবুবুল আলম বাদশা, মানবাধিকারকর্মী আজিজুর রহমান, শিক্ষক নেতা ড. অচিন্ত মন্ডল, মলয় কান্তি রায়, তন্ময় রায়, গোবিন্দ লাল মন্ডল, গৌরপদ মন্ডল, নিত্যানন্দ মন্ডল, তপন মন্ডল, প্রশান্ত গোলদার, দুর্গাপদ মন্ডল, নিহার রঞ্জন রায়, পূর্ণিমা রায়, মলিনা জোয়াদ্দার, কনিকা মিস্ত্রি প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন