
নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪ লাখ ৪১ হাজার ৯ পিস গরু মোটাতাজাকরণ, যৌন উত্তেজক ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ ভোরে সীমান্তের বুয়ালদাড় গ্রামে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এগুলো উদ্ধার করেন।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুর রফিক জানান, তাদের অভিযানে চোরাকারবারীরা ২টি বড় কার্টন ফেলে পালিয়ে যায়। পরে কার্টন থেকে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ২লাখ ৫২ হাজার পিস, সিটম্যাক্স ট্যাবলেট ৬০ হাজার, ব্যথানাশক সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ১ লাখ, পেইন কামএইচ ১৪ হাজার ৫৬০, সেনেগ্রা ট্যাবলেট ৩ হাজার ৫৬০, ভিটামিন ট্যাবলেট ১২ হাজারের মতো, নেশা জাতীয় এভিল ৮২৫, প্যারাগন ১৫৬, নেশাজাতীয় টিটেনাস ইনজেকশন ৬৭০ ও মিরাক ১৪৭ পিস উদ্ধার করা হয়।
ট্যাবলেটগুলি হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে, বিজিবি হিলি সিপি ক্যাম্পের সদস্যরা ভোরে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ফেনসিডিলসহ ফকিরপাড়া এলাকার জুলেখা বেগম (২৭) ও ইয়াছিন আরাফাত (২৫) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।