
নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান-২ এর হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলায় বিদেশি নাগরিক নিহত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে কর্মরত বিদেশি নাগরিকদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
গতকাল শনিবার বিকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির কার্যালয়ে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের সাথে পুলিশের এক বৈঠকে তাদেরকে আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। বৈঠকে বিভিন্ন দেশের অন্তত ১৫ জন বিদেশি নাগরিক ও পাওয়া স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ বলেন, নির্মাণাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির তিনটি ইউনিট, আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতু ও গ্যাস কমপ্রেসার স্টেশনে দুই শতাধিক বিদেশি নাগরিক কর্মরত আছে। তাদের মধ্যে স্পেন, জাপান, কোরিয়া ও ভারতের নাগরিক রয়েছে। গুলশানে সন্ত্রাসী হামলার পর বিদেশিদের নিরাপত্তায় আশুগঞ্জে নির্মাণাধীন তিনটি প্রকল্প এলাকায় পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
আর এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদেশি নাগরিকদের পূর্বের চাইতে আরো বেশি সতর্কভাবে চলাচল করতে এবং বহিরাগতদের সঙ্গে না মেশার পরামর্শ দেয়া হয়েছে। প্রকল্প এলাকায় বিদেশিদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছে।
আবার এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াতকারী বিদেশি নাগরিকদেরকেও সতর্কভাবে চলাচাল করতে পরামর্শ দেয়া হয়েছে বলেছেন, আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার।