News71.com
 Bangladesh
 02 Jul 16, 11:07 PM
 452           
 0
 02 Jul 16, 11:07 PM

বগুড়ায় বাস-ট্রাকের মুখমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২।।

বগুড়ায় বাস-ট্রাকের মুখমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২।।

নিউজ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

আজ বিকেলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতের নাম আজেল হক (৫৫)। তিনি ওই উপজেলার বড়পাথার গ্রামের মৃত আব্দুল কাদের সরদারের ছেলে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকাগামী শাহ আলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৭৯) ও বিপরীতমুখী মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১১-৪২৫২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকের পিছনে থাকা দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোটেম্পু (বগুড়া-ট-১১-৩৫৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে।

সন্ধ্যায় বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম জানান, এ ঘটনায় বাসের যাত্রী, ট্রাকের চালক, হেলপার ও অটোটেম্পুর চালকসহ ১২জন আহত হন।

বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজেল হক মারা যান বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন