News71.com
 Bangladesh
 27 Oct 21, 07:30 PM
 230           
 0
 27 Oct 21, 07:30 PM

কিশোর-কিশোরীর ফেসবুক মনিটরিং করতে হবে॥ মেয়র আতিক

কিশোর-কিশোরীর ফেসবুক মনিটরিং করতে হবে॥ মেয়র আতিক

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কিশোর গ্যাং অপসংস্কৃতি রুখতে হলে সবার আগে কিশোর-কিশোরীদের ফেসবুক মনিটরিং করতে হবে। এর বিকল্প নেই। নিজেদের বুঝতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। তারপর সঠিকটা বেছে নিতে হবে। এই অপসংস্কৃতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজ হল রুমে আয়োজিত ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করোনীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মেয়র। র‌্যাব-১-এর আয়োজন এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। মেয়র আতিকুল ইসলাম বলেন, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা নিজেদের জাজমেন্ট করতে হবে। নয় তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব না। আজকাল কিছু হলেই হুজুক আর গুজব। এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি মনে করি, আল্লাহ প্রতিটা শিক্ষার্থীর বোঝার ক্ষমতা দিয়েছেন। কেউ কম বোঝে, আবার কেউ বেশি বোঝে। কিন্তু সবাই বোঝে। মেয়র বলেন, আমি যখন বিজিএমইএর প্রেসিডেন্ট ছিলাম, তখন গার্মেন্টস শিল্পের বড় ট্রাজেডি রানা প্লাজা ধস হয়। তখন বিশ্বের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যান্টি ক্যাম্পেইন শুরু করেছিল বাংলাদেশকে নিয়ে। তারা বলছিল, বাংলাদেশ থেকে কোনো গার্মেন্টস পণ্য কিনবে না। ওই সময় আমারা যদি কোনো পণ্য রপ্তানি করতে না পারি তবে দেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক বিপদে পড়বে। আমি তখন বলি, তোমরা বাংলাদেশ থেকে পোশাক না কিনলে আমাদের কিচ্ছু হবে না, কিন্তু আমাদের দেশের ৪০ লাখ শ্রমিক আছে, তারা কি করবে? তখন সবাই বলল, না আমরা বাংলাদেশ থেকে পণ্য কিনব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন