News71.com
 Bangladesh
 29 Apr 21, 08:54 PM
 22           
 0
 29 Apr 21, 08:54 PM

দেশের তাপমাত্রা কমার পূর্বাভাস।।

দেশের তাপমাত্রা কমার পূর্বাভাস।।

নিউজ ডেস্কঃ রাজধানীসহ দেশের বেশকিছু অঞ্চলে বুধবার রাতে বৃষ্টিপাত হলেও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস দিয়ে বলা হয়, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কুমিল্লা, ফেনী, নোয়াখালি, সীতাকুন্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এদিকে বৃষ্টিপাতের ফলে ঢাকাসহ দেশের প্রায় সর্বত্রই আগামী এক থেকে দুই দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন