News71.com
 Bangladesh
 01 Apr 21, 11:40 AM
 112           
 0
 01 Apr 21, 11:40 AM

মোরেলগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২॥

মোরেলগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২॥

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে রুস্তুম আলী শিকদার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় রুস্তুমের স্ত্রী ফিরোজা বেগম (৬০) ও ইজিবাইক চালক রানা শেখ (৩০) গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তুম আলী শিকদারের বাড়ি চিংড়াখালী ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। আজ সকালে তিনি বাগেরহাট থেকে স্ত্রীকে সাথে নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে মোরেলগঞ্জ থেকে যশোরগামী ইমা পরিবহন ওই বাসের সাথে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। থানার ওসি মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ হেফাজতে নিয়েছে। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন