News71.com
 Bangladesh
 26 Feb 21, 05:52 PM
 316           
 0
 26 Feb 21, 05:52 PM

পুঁজিবাজারে এখন নেতিবাচক কিছু নেই।। বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারে এখন নেতিবাচক কিছু নেই।। বিএসইসি চেয়ারম্যান

 

নিউজ ডেস্কঃ পুঁজিবাজার এখন খুবই ভালো করছে। পুঁজিবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই। অল্পদিনের মধ্যেই পুঁজিবাজার দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে শুরু করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবায়েত উল ইসলাম। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সরকারের উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের প্রশংসা করে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়ন চলছে। উন্নয়নের প্রকৃত চিত্র দেখতে সবাইকে ঢাকার বাইরে যাওয়ার আহ্বান জানান বাণিজ্য সচিব।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, করোনা মহামারি সত্ত্বেও দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এ জন্য দেশের ব্যবসায়ীদের ধন্যবাদ জানান বাণিজ্যমন্ত্রী। আগামীতে অর্থনীতির এই অগ্রযাত্রা আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করেন টিপু মুনশি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন