News71.com
 Bangladesh
 30 Dec 25, 11:06 PM
 14           
 0
 30 Dec 25, 11:06 PM

খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর॥  

খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর॥   

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের আগামীকাল জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে বলেও জানা গেছে। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন