News71.com
 Bangladesh
 28 Jan 21, 12:07 AM
 272           
 0
 28 Jan 21, 12:07 AM

জাতীয় রাজস্ব বোর্ডের সেরা করদাতাদের তালিকা প্রকাশ।। ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান পাচ্ছে ট্যাক্স কার্ড

জাতীয় রাজস্ব বোর্ডের সেরা করদাতাদের তালিকা প্রকাশ।। ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান পাচ্ছে ট্যাক্স কার্ড

 

নিউজ ডেস্কঃ ২০১৯-২০ অর্থবছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার (২৭ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায়  দেখা গেছে, ৭৬ ব্যক্তি, ৫৩ কোম্পানি ও ১২টি সংস্থাকে ট্যাক্স কার্ড দিতে যাচ্ছে এনবিআর।

 

সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুযায়ী এই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানায়।

 

এছাড়া ভ্রমণের ক্ষেত্রে সড়ক, বিমান বা নৌপথে টিকিট পাওয়ার ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পেয়ে থাকেন। স্ত্রী-স্বামী, পুত্র-কন্যার চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা দেওয়ারও বিধান রয়েছে ট্যাক্স কার্ড নীতিমালায়। জানা যায়, ব্যক্তি পর্যায়ে ট্যাক্স কার্ড-প্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে সিনিয়র সিটিজেন, গেজেট-ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ এই পাঁচটি ক্যাটাগরি রয়েছে। আবার আয়ের উৎস বা পেশার মধ্যে ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পীসহ ক্যাটাগরি রয়েছে ১৩টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন