নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরের দশমাইল এলাকায় বৃহস্পতিবার সকালে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী ফাতেমা খাতুন (২২) নামে নববধু নিহত হয়েছেন।
এ সময় তার স্বামী আরিফুল ইসলাম ফিরোজ (৩৪) ও চাচাতো ভাই ফাহিম (১২) আহত হন।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেছেন শেরপুর ফায়ার সার্ভিস।
পুলিশ ও স্বজনরা বলেন, বগুড়া শহরের মালতিনগর হাইস্কুল রোডের সাখাওয়াত হোসেনের ছেলে ফিরোজ। তিনি এমআর ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের সার্ভিস ইঞ্জিনিয়ার। ৩ জুন তিনি পার্শ্ববর্তী রহমান নগরের তমিজ উদ্দিনের মেয়ে ফাতেমাকে বিয়ে করে।
গত বুধবার স্বামী ফিরোজের সঙ্গে নববধূ ফাতেমা ও তার চাচাতো ভাই তৃতীয় শ্রেণীর ছাত্র ফাহিমকে নিয়ে শেরপুর উপজেলার হঠাৎপুর গ্রামে ভায়রা রুবেলের বাসায় বেড়াতে যান। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা মোটরসাইকেল যোগে বগুড়া শহরের বাসায় ফিরছিলেন।
মোটরসাইকেলটি বগুড়া-ঢাকা মহাসড়কের দশমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে তিনজনই বাইক থেকে ছিটকে পড়েন। ট্রাক নববধু ফাতেমাকে পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নববধু ফাতেমা মারা যান।