News71.com
 Bangladesh
 05 Jan 26, 11:07 AM
 27           
 0
 05 Jan 26, 11:07 AM

উড়োজাহাজ সল্পতার কারনে বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত॥  

উড়োজাহাজ সল্পতার কারনে বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত॥   

নিউজ ডেস্কঃ উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম এবং এয়ারক্রাফটের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের (লং টাইম মেনটেন্যান্স) কারণে ঢাকা থেকে ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট বন্ধ থাকবে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও কার্যকর পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইটের ব্যবস্থা রাখা হবে।

এ ক্ষেত্রে ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ অন্যান্য বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এজন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন