নিউজ ডেস্কঃ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরম খাঁ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গণফোরামের দপ্তর সম্পাদক আজাদ হোসেন। তিনি বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলবেন। একইসঙ্গে তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকেবন।